সাধন কুমার বিশ্বাস
ইউনিয়ন ভূমি অফিস,
01714341843
কামারখালী বাজার
ডুমাইন মধুখালী ফরিদপুর
ডুমাইন ইউনিয়ন পরিষদের আধুনিক কমপ্লেক্স না থাকায় জায়গা স্বল্পতার কারনে ইউনিয়ন ভূমি অফিস সে অর্থে নেই। তবে থেমে নেই ভূমি সংক্রান্ত কর্মকান্ড। নির্ধারিত দিনে ইউনিয়ন পরিষদে বসে তহশিলদারগন খাজনা পত্র গ্রহণ করেন আবার নির্দিষ্ট কোন সেবা প্রদানের ক্ষেত্রে স্থান সময় কাল সজ মাইকিং করে তারা জন সাধারণকে অবহিত করেন। ডুমাইন ইউনিয়ন পোর্টালের নোটিশ মারফত অনেক তথ্য প্রচার করা হচ্ছে। ডুমাইনের ভূমি অফিস কামারাখালী বাজারে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস